Home সারাদেশ টেকনাফ চাকমা পল্লীতে দু’গ্রুপের সংঘর্ষ : আহত ৭

টেকনাফ চাকমা পল্লীতে দু’গ্রুপের সংঘর্ষ : আহত ৭

by Mesbah Mukul

হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী চাকমা পল্লীতে চাকমা মেয়েদের ইভটিজিং করাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষ হয়। অন্যপক্ষের অভিযোগ ইভটিজিং নয় ইয়াবা চালানের লুটপাট নিয়ে সংঘর্ষ ছড়িয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছে।

আহতরা হচ্ছেন হোয়াইক্যং কাটাখালীর জ্যোতি চাকমার ছেলে বলি চাকমা (৩৫), আপোষ চাকমা (২৪) ও মেয়ে বিকি চাকমা, জোদিল চাকমার ছেলে বোবল চাকমা (২৭), কাজল চাকমার ছেলে মংবুচিল চাকমা (৩০) কালুর ছেলে মোঃ সেলিম (২৮), আবদুল মজিদের ছেলে মানিক (২০) ও আব্দুল শুক্কুরের ছেলে রশিদ আমিন(১৯)।

২৪ অক্টোবর রবিবার বিকেলে এ সংঘর্ষের পর আহতদের চিকিৎসার জন্য কক্সবাজার ও টেকনাফের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় উভয় পক্ষ একে অন্যের ঘাড়ে দোষ চাপার অভিযোগ পাওয়া যায়।

এক পক্ষের একজন হলেন জ্যোতি চাকমা। তিনি জানান, চাকমা মেয়েদেরকে ইভটিজিং করার জের ধরে এ সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আমি মামলা করবো।

অপর একটি জানায়, জনৈক সৈয়দ আলমের ছেলে কায়সারের একটি ইয়াবা চালানের লুটপাট নিয়ে সংঘর্ষ ছড়িয়েছে।

এদিকে চাকমা পল্লীতে সংঘর্ষের খবর পেয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমেদসহ সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা ও প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাস্হল পরিদর্শন করেছেন।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই মাহমুদুল হক বলেন, ‘ঘটনার বিষয়ে পরস্পর বিরোধী অভিযোগ শোনা যাচ্ছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।’

ভয়েসটিভি/এমএম

You may also like