Home সারাদেশ চাকরির প্রলোভন দেখিয়ে কিশোরী অপহরণ, গ্রেফতার ৫

চাকরির প্রলোভন দেখিয়ে কিশোরী অপহরণ, গ্রেফতার ৫

by Newsroom
চাকরির

চাকরির প্রলোভন দেখিয়ে রাবিয়া আক্তার (১৩) নামে এক কিশোরী অপহরণের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে ময়মনসিংহ র‌্যাব-১৪। ওই কিশোরী সদরের আব্দুল্লাহপুর গ্রামের মোজাম্মেল হকের মেয়ে।

গ্রেফতাররা হলেন, আম্বিয়া খাতুন আম্বি (২০), আমির উদ্দিন (৪৫), মোছা. মজিদা খাতুন (৩৫), মো. আশকর আলী (৫২) ও মো. সুরুজ মিয়া (৩৫)। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাহাদীন গার্মেন্টস এর পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়।

৫ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে র‌্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত ৩১ জানুয়ারি কিশোরী রাবিয়াকে তারা অপহরণ করে।

র‌্যাব-১৪ কার্যালয়ের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসাইন বলেন, গত ৩১ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে রাবিয়াকে অপহরণ করে নিয়ে যায় তারা। এমন একটি অভিযোগ পেয়ে তদন্ত করে ঘটনার প্রাথমিক সত্যতা পায়। অপহরণকারী চক্রটি ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হাসান মঞ্জিলের সামনে মাহাদীন গার্মেন্টসের পাশে ভিকটিমকে আটক করে রেখেছিলো।

৩ ফেব্রুয়ারি রাত পৌনে ১১টার দিকে অভিযান চালিয়ে ভুক্তভোগীসহ পাঁচজন অপহরণকারীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

ভয়েস টিভি/এমএইচ

You may also like