Home সারাদেশ নাটোরে চাচাকে কুপিয়ে হত্যা করলো ভাতিজা

নাটোরে চাচাকে কুপিয়ে হত্যা করলো ভাতিজা

by Newsroom
এনএসআই

তুচ্ছ ঘটনায় নাটোরের গুরুদাসপুরে চাচাকে কুপিয়ে হত্যা করেছে তার আপন ভাতিজা। এই ঘটনায় আরও দুজন আহত হয়। ১৪ ডিসেম্বর সোমবার বেলা আড়াইটার দিকে উপজেলার বামনকোলা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নুর ইসলাম একই গ্রামের ময়েন উদ্দিনের ছেলে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক ও স্থানীয়রা জানান, দুপুরে গুরুদাসপুর উপজেলার বামনকোলা গ্রামে নিহত নুর ইসলামের বাড়ীর আঙ্গিনায় তার আপন ভাই জাবক্স খড়ের পালা দিচ্ছিলেন। এসময় নুর ইসলাম খড়ের পালা দিতে নিষেধ করলে জাবক্সের ছেলে সোহাগ তার আপন চাচা নুর ইসলাম এবং আলীম ও বাবর আলী নামের দুই আত্মীয়কে কুড়াল দিয়ে কুপিয়ে এবং লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

এসময় তাদের আর্তচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে নুর ইসলাম সজ্ঞাহীন হয়ে পড়লে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে নুর ইসলাম মারা যায়। অপরদিকে আব্দুল আলীম ও বাবর আলী গুরদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

ওসি আরও জানান, চাচাকে হত্যার ঘটনায় ভাতিজা সোহাগ ও তার পিতা জাবক্সকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন : নাটোরে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

ভয়েস টিভি/এমএইচ

You may also like