Home সারাদেশ চাটখিলে বিএনপির মেয়র প্রার্থীর ছেলে আটক

চাটখিলে বিএনপির মেয়র প্রার্থীর ছেলে আটক

by Shohag Ferdaus
আটক

নোয়াখালীর চাটখিল পৌরসভায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মোস্তফা কামালের ছেলে মাহবুবুর রহমান জুয়েলকে (৩২) আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার চাটখিল বাজারে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডিবির একটি দল তাকে আটক করে।

আটককৃত মাহবুবুর রহমান জুয়েল উপজেলার চাটখিল পৌরসভার ফতেহপুর গ্রামের বাসিন্দা এবং চাটখিল বাজারের একজন ব্যবসায়ী।

জুয়েলের বাবা মেয়র প্রার্থী মোস্তফা কামাল অভিযোগ করে বলেন, আমাকে নির্বাচনে হারানোর জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার ছেলেকে ডিবি পুলিশ তুলে নিয়ে গেছে।

তিনি দাবি করেন, তার ছেলের বিরুদ্ধে কোনো গ্রেফতারি পরোয়ানা নেই।

জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসাইন জানান, জুয়েলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সেই আলোকে ডিবি পুলিশ তাকে আটক করেছে। পরবর্তীতে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

ভয়েস টিভি/এসএফ

You may also like