Home সারাদেশ চাটমোহরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

চাটমোহরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

by Newsroom
চাটমোহরে

পাবনার চাটমোহরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছে। ১১ মার্চ বৃহস্পতিবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু সুমাইয়া খাতুন (৫) উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথর গ্রামের সাগর ইসলামের মেয়ে এবং জুলেখা খাতুন (৫৫) মথুরাপুর ইউনিয়ন পরিষদ এলাকার নুরুল ইসলামের স্ত্রী।

বেলা ১২টার দিকে উপজেলার বোঁথর গ্রামে অটোভ্যান উল্টে শিশু সুমাইয়া খাতুন (৫) ও মথুরাপুর ইউনিয়নের মিশন গেট সংলগ্ন এলাকায় অটোভ্যানের ধাক্কায় জুলেখা খাতুন (৫৫) নামের নারীর মৃত্যু হয়।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শিশু সুমাইয়া নিজ বাড়িতে তার দাদার অটোভ্যানে চড়ে চাবি অন করে। এরপর পাওয়ার সুইচে টিপ দিলে ভ্যানটি চালু হয়ে পাশের একটি গাছের সঙ্গে গিয়ে ধাক্কা খায়। এতে শিশুটি মাথায় গুরুতর আঘাত পেলে পরিবা রের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসা শুরুর আগেই শিশুটি মারা যায়।

অপরদিকে মথুরাপুর মিশনগেট সংলগ্ন এলাকায় পাবনা-চাটমোহর মহাসড়কের রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি অটোভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন জুলেখা খাতুন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চাটমোহরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পথে ওই নারীর মৃত্যু হয়।

এই পৃথক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে চাটমোহর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, পৃথক দুই ঘটনা নিয়ে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন : চাটমোহরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫

ভয়েস টিভি/এমএইচ

You may also like