2
পাবনার চাটমোহরে দুই সিএনজির সংঘর্ষে আনোয়ার হোসেন ফেলা (৮০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এতে সিএনজির আরও ৩ যাত্রী আহত হয়।
১৬ জানুয়ারি শনিবার রাত ৮টার দিকে উপজেলার পাবনা-চাটমোহর মহাসড়কের রেলবাজার মোহাম্মদপুর কওমি মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ উপজেলার মূলগ্রাম ইউনিয়নের চকউথুলী গ্রামের মৃত. ওয়াজ সরকারে ছেলে।
এলাকাবাসীর তথ্যে জানা গেছে, শনিবার রাতে রেল বাজার থেকে পায়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন বৃদ্ধ ফেলা। পথিমধ্যে মোহাম্মদপুর মাদরাসা সংলগ্ন এলাকায় পৌঁছানোর পরে মহাসড়কর উপর দুই সিএনজির সংঘর্ষ ঘটে। সংঘর্ষে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন চাটমোহর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম।
ভয়েস টিভি/এমএইচ