Home সারাদেশ চাটমোহর পৌরসভায় লড়াই হবে সাখো-আরশেদের

চাটমোহর পৌরসভায় লড়াই হবে সাখো-আরশেদের

by Shohag Ferdaus
পৌরসভায়

আসন্ন পাবনার চাটমোহর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি তাদের দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে। কেন্দ্রীয় সিদ্ধান্তে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো।

আর ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন চাটমোহর পৌর বিএনপির আহ্বায়ক আসাদুজ্জামান আরশেদ।

গত ২৮ নভেম্বর কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় সাখাওয়াত হোসেন সাখোকে নৌকার প্রার্থী হিসেবে ঘোষণা করে দলটি।

এদিকে ৩০ নভেম্বর কেন্দ্রীয় বিএনপির মনোনয়ন বোর্ডের সভায় আসাদুজ্জামান আরশেদকে ধানের শীষের প্রার্থী ঘোষণা করা হয়।

এর আগেও চাটমোহর উপজেলা ও পৌর নির্বাচনে একাধিকবার সাখাওয়াত হোসেন সাখোকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছিল। কিন্তু কোনোবারই তিনি জয়ের মুখ দেখেননি। আর আসাদুজ্জামান আরশেদ এবারই প্রথম দলের মনোনয়ন পেয়েছেন।

ভয়েস টিভি/এসএফ

You may also like