Home ধর্ম চারিত্রিক ত্রুটিমুক্ত থাকার দোয়া

চারিত্রিক ত্রুটিমুক্ত থাকার দোয়া

by Amir Shohel

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউজু বিকা মিন শাররি সাময়ি, ওয়া মিন শাররি বাসারি, ওয়া মিন শাররি লিসানি, ওয়া মিন শাররি ক্বলবি, ওয়া মিন শাররি মানিয়্যি।

অর্থ : হে আল্লাহ, আমি আপনার কাছে কানের অশ্লীল শ্রবণ, চোখের কুদৃষ্টি, জিহ্বার কুবাক্য, অন্তরের কপটতা ও কামনার অনিষ্ট থেকে আশ্রয় চাই।

উপকার : আবু আহমদ শাকাল ইবনে হুমাইদ (রা.) বলেন, (একদিন) আমি রাসুল (সা.)-কে বললাম, হে রাসুল! আমাকে একটি দোয়া শিক্ষা দিন, তিনি আমাকে এই দোয়া পড়তে বলেন। (আবু দাউদ, হাদিস : ১৫৫১)

You may also like