Home সারাদেশ সাতক্ষীরায় পরিবারের চারজনকে হত্যা মামলায় চার্জশিট দাখিল

সাতক্ষীরায় পরিবারের চারজনকে হত্যা মামলায় চার্জশিট দাখিল

by Newsroom
গলা কেটে হত্যার

সাতক্ষীরার কলারোয়ায় মাছ ব্যবসায়ী শাহিনুল ইসলামসহ পরিবারের ৪ সদস্যকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা মামলায় ছোটভাই রায়হানুল ইসলামকে একমাত্র আসামী করে আদালতে চার্জশিট দাখিল করেছে সিআইডি পুলিশ।

২৪ নভেম্বর মঙ্গলবার দুপুরে সাতক্ষীরার আমলী আদালত-১ এর বিচারক বিলাস কুমার মণ্ডলের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা শফিকুল ইসলাম চার্জশিট দাখিল করেন।

সাতক্ষীরা সিআইডি’র পরিদর্শক শফিকুল ইসলাম ভয়েস টেলিভিশনকে জানান, ২৮ জন স্বাক্ষীর সাক্ষ্য ও আদালতে ১৬৪ ধারায় রায়হানুল ইসলামের জবানবন্দী পর্যালোচনা সাপেক্ষে তাকে একমাত্র আসামী করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।

আরও পড়ুন- হত্যার ঘটনায় ছোটভাই গ্রেফতার

গত ১৫ অক্টোবর ভোর রাতে কলারোয়া উপজেলার খলশি গ্রামে মাছ ব্যবসায়ী শাহিনুল ইসলামসহ পরিবারের চার সদস্যকে গলা কেঁটে হত্যা করা হয়। ওই দিন রাতেই শাহিনুলের শ্বাশুড়ি ময়না খাতুন বাদি হয়ে কলারোয়া থানায় অজ্ঞাতদের আসামী করে হত্যা মামলা দায়ের করেন। তদন্তের দায়িত্ব দেয়া হয় সাতক্ষীরা সিআইডি পুলিশকে।

হত্যার দিন জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় নিহতের ছোটভাই রায়হানুল ইসলামকে। পরের দিন রায়হানুলকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরে রায়হানুলকে পুলিশের রিমান্ডে নেয়।

এরপর হত্যাকাণ্ডে তিনি ঘটিয়েছেন বলে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেয়। সেখানে চাপাতি দিয়ে নিজেই ভাই শাহিনুল ইসলামসহ পরিবারের ৪ সদস্যকে হত্যা করা বিষয়টি স্বীকার করেন।

ভয়েস টিভি/ডিএইচ

You may also like