Home সারাদেশ কিশোরগঞ্জে চার কোচিং সেন্টার সিলগালা

কিশোরগঞ্জে চার কোচিং সেন্টার সিলগালা

by Newsroom

সরকারি নির্দেশনা উপেক্ষা এবং স্বাস্থ্যবিধি না মেনে করে চালু রাখার দায়ে কিশোরগঞ্জ শহরের বিভিন্ন এলাকার চার কোচিং সেন্টার সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় কোচিং সেন্টারগুলোকে জরিমানাও করা হয়।

৯ নভেম্বর সোমবার জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর নির্দেশনায় কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উবায়দুর রহমান সাহেল এ বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানকালে শহরের উল্লাস বিশ্ববিদ্যালয় কোচিং সেন্টার, কনফিডেন্স কোচিং সেন্টার, আইসিটি প্রাইভেট প্রোগ্রাম এবং ব্রাইটন কোচিং সেন্টারকে ৩২ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং এগুলো সিলগালা করে দেয়া হয়।

এসময় অন্যান্যদের মাঝে জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা নাদিরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ভয়েস টিভি/এমএইচ

You may also like