Home সারাদেশ ফেনীতে চার দফা দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

ফেনীতে চার দফা দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

by Newsroom

অতিরিক্ত ফি প্রত্যাহারসহ চার দফা দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে ফেনী সরকারি-বেসরকারি পলিটেকনিক ইন্সটিটিউটগুলোর শিক্ষার্থীরা। ১৮ জানুয়ারি সোমবার সকাল সাড়ে ১১টার দিকে মহিপাল এলাকায় তারা এ অবরোধ কর্মসূচি পালন করে।

এসময় অন্তত আধাঘণ্টার বেশি সময় ধরে যান চলাচল বন্ধ ছিলো। অবরোধ চলাকালে শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

আন্দোলনকারীরা জানান, শিক্ষা জীবন থেকে এক বছর পিছিয়ে পড়া থেকে উত্তরণে প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম পর্বের ক্লাস চালু করে স্বল্প সিলেবাসে পরীক্ষা নেয়া, পাশাপাশি সব ধরনের অতিরিক্ত ফি প্রত্যাহার করে প্রাইভেট পলিটেকনিকের সেমিস্টার ফি অর্ধেক করা এবং ২০২১ সালের মধ্যে বুয়েটসহ সব প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা বৃদ্ধির দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে তারা আন্দোলনে করে।

পরে খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আশ্বাস দেয়ায় মহাসড়ক অবরোধ প্রত্যাহার করে শিক্ষার্থীরা। এতে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ভয়েস টিভি/এমএইচ

You may also like