Home জাতীয় রাজধানীতে চার শিশুকে যৌন নির্যাতন, রিকশাচালক আটক

রাজধানীতে চার শিশুকে যৌন নির্যাতন, রিকশাচালক আটক

by Shohag Ferdaus
চাকরির

রাজধানীর খিলগাঁওযের গোড়ান এলাকায় চার শিশুকে যৌন নির্যাতের অভিযোগে স্বজল মোল্লা (৫৫) নামে এক রিকশাচালককে আটক করেছে পুলিশ।

এ ঘটনায় চার শিশুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি আছে। যৌন হয়রানির শিকার ওই চার শিশুর বয়স আনুমানিক ছয় থেকে নয় বছর।

৭ অক্টোবর বুধবার রাত ৯টার দিকে খিলগাঁও থানা পুলিশ স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই চারজনকে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নিয়ে যান।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

বাচ্চু মিয়া আরও জানান, ঘটনাটি জানাজানি হয়ে গেলে বুধবার বিকেলে থানায় এসে অভিযোগ করে ওই চার শিশুর পরিবার। তার পরপরই অভিযুক্ত সজলকে গ্রেফতার করে খিলগাঁও থানা পুলিশ।

ভয়েস টিভি/একে/এসএফ

You may also like