Home অপরাধ চার হত্যা মামলায় রায়হান ৫ দিনের রিমাণ্ডে

চার হত্যা মামলায় রায়হান ৫ দিনের রিমাণ্ডে

by Amir Shohel

সাতক্ষীরার কলারোয়ায় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যার ঘটনায় গ্রেফতার রায়হানুল ইসলামকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। ১৮ অক্টোবর রোববার দুপুরে দশ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সিআইডি পুলিশ দশ দিন রিমান্ড নেয়ার এ আবেদন করেন।

সাতক্ষীরা কোর্ট পুলিশের ইন্সপেক্টর অমল কুমার জানান, সাতক্ষীরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক ইয়াসমিন নাহার হত্যা মামলায় গ্রেফতার রায়হানুল ইসলামকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

গত বৃহস্পতিবার ভোররাতে কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের খলিসা গ্রামের মাছের ঘের ব্যবসায়ী মো. শাহিনুর রহমান (৪০), তার স্ত্রী সাবিনা খাতুন(৩০), ছেলে সিয়াম হোসেন মাহী (৯) ও মেয়ে তাসমিন সুলতানাকে (৬) গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহত শাহিনুর রহমানের শাশুড়ি ময়না বেগম বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে কলারোয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই হত্যা মামলায় শুক্রবার গ্রেফতার দেখানো হয় রায়হানুলকে।

সাতক্ষীরা সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. আনিচুর রহমান জানান, রায়হানুলকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানাতে পারবো। এখনো হত্যার রহস্য উন্মাচিত বা বলার মত কিছু হয়নি। তদন্ত করে রহস্য উৎঘাটন করতে একটু সময় লাগবে।

ভয়েসটিভি/এএস

You may also like