Home সারাদেশ নেত্রকোনায় ৩৩৭ রোগিকে চিকিৎসা সহায়তা

নেত্রকোনায় ৩৩৭ রোগিকে চিকিৎসা সহায়তা

by Newsroom
চিকিৎসা

নেত্রকোনায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ৩৩৭ জন রোগিকে চিকিৎসা সহায়তা দেয়া হয়েছে। ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে জেলা সমাজসেবা অধিদফতরের উদ্যোগে এ সহায়তা চেক প্রদান করা হয়।

এতে জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু।

এছাড়া অন্যান্যদের মাঝে বক্তব্য দেন, পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ফখরুজ্জামান জুয়েল, জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক মো. আলাল উদ্দিন, নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদুল আহমেদ, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মাজহারুল ইসলাম, রেড ক্রিসেন্টের সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার প্রমূখ।

অনুষ্ঠানে প্রত্যেক রোগীকে ৫০ হাজার টাকা করে ৩৩৭ জন রোগীকে মোট ১ কোটি ৬৮ লক্ষ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

এসময় প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে এদেশ উন্নয়নের মহাসড়ক ধরে এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবেন, ততদিন ছয়টি রোগে আক্রান্ত একজন রোগিও বিনা চিকিৎসায় মারা যাবে না।

আরও পড়ুন : ভারতীয় অভিনেত্রী মিষ্টি মুখার্জি আর নেই

ভয়েস টিভি/এমএইচ

You may also like