Home বিনোদন জন্মদিনে হাসপাতালে ভর্তি চিত্রনায়ক ও সাংসদ ফারুক

জন্মদিনে হাসপাতালে ভর্তি চিত্রনায়ক ও সাংসদ ফারুক

by Shohag Ferdaus
ফারুক

জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। ১৮ আগস্ট মঙ্গলবার ঢাকাই সিনেমার বরেণ্য এই নায়কের জন্মদিন। বিশেষ এই দিনে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন তিনি। হাসপাতালের বিছানায় শুয়েই জন্মদিনে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি।

১৬ আগস্ট রোববার থেকে তিনি হাসপাতালটিতে ভর্তি আছেন, বিষয়টি আকবর হোসেন পাঠান ফারুক নিজেই জানিয়েছেন। তিনি জানান, বেশ কিছুদিন ধরে তিনি জ্বরে ভুগছেন। দুবার করোনা টেস্ট করা হয়েছে কিন্তু রেজাল্ট নেগেটিভ এসেছে।

খল-অভিনেতা ও শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বলেন, জ্বর নিয়ে চিত্রনায়ক ফারুক ভাই হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি করোনা আক্রান্ত কিনা তা নিশ্চিত হতে একাধিকবার ওনার টেস্ট করা হয়েছে। কিন্তু তা নেগেটিভ এসেছে। এখন চিকিৎসক তার জ্বর কমানোর জন্য চিকিৎসা করেছেন। পাশাপাশি তার শরীরে অন্য কোনো সমস্যা আছে কিনা সেটা পরীক্ষা-নিরীক্ষা করে দেখছেন।

তিনি আরও বলেন, আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। আশা করছি তিনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন। সবার কাছে ওনার জন্য দোয়া চাইছি।

প্রায় পাঁচ দশক ধরে বড় পর্দা মাতিয়েছেন ফারুক। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে ঢাকা-১৭ আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।

ভয়েস টিভি/নিজস্ব প্রতিবেদক/এসএফ

You may also like