Home প্রবাসী অস্ট্রেলিয়ায় বঙ্গবন্ধুকে নিয়ে চিত্র প্রদর্শনী

অস্ট্রেলিয়ায় বঙ্গবন্ধুকে নিয়ে চিত্র প্রদর্শনী

by Shohag Ferdaus
চিত্র প্রদর্শনী

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে তার জীবন ও কর্মের ওপর অস্ট্রেলিয়ার ক্যানবেরার মানুকা আর্ট সেন্টারে ‘হুও ডেভিস’ গ্যালারিতে চলছে চিত্র প্রদর্শনী। ৯ সেপ্টেম্বর এই চিত্র প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ হাইকমিশন আয়োজিত সপ্তাহব্যাপী এই প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

ক্যানবেরার বাংলাদেশ হাইকমিশন জানায়, প্রদর্শনীতে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ছাড়াও ব্যক্তি মুজিব ও পারিবারিক জীবনের মুজিবকেও বিভিন্ন দুর্লভ ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে।

চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন বাংলাদেশের হাইকমিশনার সুফিউর রহমান। এসময় ভারত ও রাশিয়ার রাষ্ট্রদূতসহ ২৫টি দেশের মিশনপ্রধান এতে অংশ নেন।

উদ্বোধন অনুষ্ঠানের আলোচনা পর্বে অংশ নেন বাংলাদেশ হাইকমিশনার, ক্যানবেরা সরকারের বিরোধী দলীয় নেতা এলিস্টর কো, অস্ট্রেলিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত গীতেশ শর্মা, বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার সাবেক রাষ্ট্রদূত জুলিয়া নিবলেট, ফটো এক্সেসের ডিরেক্টর ড. ক্রিসটেন ওয়েনার প্রমুখ।

প্রদর্শনীতে শুধু বঙ্গবন্ধুর দুর্লভ ছবিই নয়, তার ৭ মার্চ ভাষণের লেখচিত্র, বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণাপত্র, বাংলাদেশের সংবিধানের বিভিন্ন মৌলিক অংশও প্রদর্শিত হয়েছে। এছাড়াও প্রদর্শনীতে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, স্বদেশ প্রত্যাবর্তন, বিভিন্ন সাক্ষাৎকারসহ ১০টি ভিডিও চিত্রও প্রদর্শিত হচ্ছে।

ভয়েস টিভি/এসএফ

You may also like