Home সারাদেশ ফরিদপুরে চিনিকল রক্ষাসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন

ফরিদপুরে চিনিকল রক্ষাসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন

by Newsroom

ফরিদপুর চিনিকল রক্ষাসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। ২৮ নভেম্বর শনিবার বেলা ১১টার দিকে মধুখালী উপজেলা সদরের রেলগেটে ঢাকা-খুলনা মহাসড়কে এই কর্মসূচি পালন করে আখচাষী ও চিনিকল শ্রমিকরা।

কেন্দ্রীয় আখচাষী ফেডারেশন ও শ্রমিক কর্মচারী ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী ফরিদপুর তারা এই কর্মসূচির আয়োজন করে।

দাবিগুলো হলো- চিনিকলে কর্মরত শ্রমিক-কর্মচারীদের পাঁচ মাসের বকেয়া বেতনসহ অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের গ্র্যাচুইটি, আখচাষীদের আখের মূল্য পরিশোধ, চিনিকল বন্ধের প্রক্রিয়া বাতিলকরণ, আসন্ন (২০২০-২০২১) আখ মাড়াই মৌসুমের পূর্বে যাবতীয় মালামাল সরবরাহ এবং আখ উৎপাদনে সার, বীজ, কীটনাশকসহ জরুরি উপকরণ সরবরাহ করা।

ফরিদপুর আখচাষী কল্যাণ সংস্থার সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন,  ওসমান গনি মোল্লা, সিরাজুল ইসলাম, হারুন অর রশিদ, কাজল বসু, মির্জা আহসানুজ্জামান আজাউল, রেজাউল হক বকু, শহিদুল ইসলাম প্রমুখ।

ফরিদপুর চিনিকল সূত্রে জানা যায়, ফরিদপুর চিনিকলে কর্মরত শ্রমিক কর্মচারীদের পাঁচ মাসের বকেয়া বেতন সাত কোটি, অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের গ্র্যাচুইটি বকেয়া ২৫ কোটি, মজুরি কমিশনের বকেয়া চার কোটি এবং আখের মূল্য বকেয়া রয়েছে এক কোটি ৩০ লক্ষ টাকা।

এ বিষয়ে ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ গোলাম কবির জানান, এই বকেয়ার বিষয়ে আমরা অধিদফতরে জানিয়েছি। সেখান থেকে বরাদ্দ পেলেই পরিশোধ করা হবে।

আরও পড়ুন : ভোলায় আমনের বাম্পার ফলন

ফরিদপুর চিনিকলে বর্তমানে দুই হাজার মেট্রিক টন চিনি মজুদ রয়েছে। যার মূল্য ১২ কোটি টাকারও বেশি হবে বলে জানান তিনি।

ভয়েস টিভি/এমএইচ

You may also like