Home সারাদেশ চিনিকল-পাটকল বন্ধের প্রতিবাদে বিক্ষোভ

চিনিকল-পাটকল বন্ধের প্রতিবাদে বিক্ষোভ

by Shohag Ferdaus
বিক্ষোভ

চিনিকল ও পাটকল বন্ধের প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল করেছে জেলা ওয়ার্কার্স পার্টি। মিছিল শেষে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করে তারা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিল্পমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।

৭ অক্টোবর বুধবার দুপুরে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি নড়াইল জেলা শাখা এসব কর্মসূচি পালন করে।

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থানকালে সেখানে বক্তব্য রাখেন, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম, সদর উপজেলার সভাপতি শাহাজাহান আলী মৃধা ও সাধারণ সম্পাদক স্বপ্না সেন, ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় কমিটির সদস্য এস কে রুবেল, কৃষক নেতা আতিয়ার রহমান প্রমুখ।

বক্তারা বলেন, পাটকল বন্ধের কারণে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছে। বাংলাদেশের সোনালী আশ পাট খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাটচাষিরা ক্ষতির মুখে পড়েছেন। চিনি শিল্প বন্ধ হলে প্রায় ১ কোটি আখচাষি ক্ষতিগ্রস্ত হবে। প্রায় ৭০ হাজার শ্রমিক বেকার হবে। দেশ আমদানি নির্ভর হবে।

ভয়েস টিভি/এসএফ

You may also like