Home অপরাধ চিরিরবন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চিরিরবন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

by Amir Shohel

দিনাজপুরে অভিযান চালিয়ে ১৯৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

১৭ জানুয়ারি রোববার দুপুরে চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের গ্রামীণ টাওয়ার বাজার এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতার ব্যক্তি একই এলাকার আব্দুল জলিলের ছেলে ফাহিম উদ্দিন(২৫)।

র‌্যাব নীলফামারী ক্যাম্প অধিনায়ক (ভারপ্রাপ্ত) মুন্না বিশ্বাস জানান, অভিযানের সময় ইয়াবা ছাড়াও একটি মোবাইল ফোন, একটি সীমকার্ড, একটি মেমোরি কার্ড জব্দ করা হয়। গ্রেফতার ব্যক্তি চিহিৃত মাদক ব্যবসায়ী।

এ ব্যাপারে একটি মামলা করে সংশ্লিষ্ঠ থানায় হস্তান্তর করা হয়েছে তাকে।

ভয়েসটিভি/এএস

You may also like