Home সারাদেশ চিলমারী উপজেলা কোয়ার্টারে দিনে দুপুরে চুরি

চিলমারী উপজেলা কোয়ার্টারে দিনে দুপুরে চুরি

by Newsroom

কুড়িগ্রামের চিলমারী উপজেলা পরিষদ কোয়ার্টারে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরি হয়েছে। ১৪ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলা কোয়ার্টারের ২ নম্বর ভবনে সাংবাদিক এসএম নুরুল আমিন সরকার ও পাশের বাসার বাসিন্দা প্রভাষক হাবিবুর রহমান সবুজ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। চোর বাসার তালা ভেঙে ঘরে প্রবেশ করে আলমারি থেকে ৫০ হাজার টাকা নিয়ে যায়।

খবর পেয়ে চিলমারী উপজেলা নির্বাহী অফিসার এ ডাব্লিউ এম রায়হান শাহ ও চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় খুব দ্রুত চোরকে ধরার আশ্বাস দেন ওসি।

ভয়েস টিভি/এমএইচ

You may also like