Home বিশ্ব চীনা গবেষণাগারে করোনাভাইরাসের সৃষ্ট: ট্রাম্প

চীনা গবেষণাগারে করোনাভাইরাসের সৃষ্ট: ট্রাম্প

by Newsroom


ভয়েজ ডেস্ক: চীনের একটি ভাইরোলোজি গবেষণাগার থেকে করোনাভাইরাসের সৃষ্টি হয়েছে বলে আবারও দাবি  করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  চীনা ল্যাবরেটরিতে ভাইরাসটির উৎপত্তি নিয়ে হঠাৎ করে অতিমাত্রায় আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন তিনি। তবে কোনও প্রমাণ প্রকাশ করেননি তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ট্রাম্পের এই দাবি করোনা মহামারির উদ্ভব নিয়ে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা আরও বাড়াবে বলে মনে করা হচ্ছে। ইরাস মানবসৃষ্ট বা জিনগতভাবে পরিবর্তিত হওয়ার কোনও প্রমাণ পাওয়া যায়নি। এই মহামারির উৎস আক্রান্ত পশু না চীনা ল্যাবে দুর্ঘটনা, তা এখনও খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয় ওই বিবৃতিতে। মার্কিন গোয়েন্দা সংস্থার বিবৃতির পর হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেন, করোনাভাইরাস চীনের উহান ইনস্টিটিউট অব ভাইরোলোজি থেকে সৃষ্টি হয়েছে বলে প্রমাণ পেয়েছেন তিনি। চীনের রাষ্ট্রীয় সংস্থাউহান ইনস্টিটিউট অব ভাইরোলোজি ট্রাম্পের এই অভিযোগ অস্বীকার করে আসছে। বেশিরভাগ বিশেষজ্ঞও বিশ্বাস করে থাকেন ভাইরাসটি উহানের একটি বণ্যপ্রাণী বিক্রি হওয়া বাজার থেকে সৃষ্টি হয়। আর সেখান থেকেই তা পশু থেকে মানুষে ছড়িয়ে পড়ে।

You may also like