Home চিকিৎসা যেভাবে ট্রায়াল হবে চীনা ভ্যাকসিন

যেভাবে ট্রায়াল হবে চীনা ভ্যাকসিন

by Shohag Ferdaus
চীনা-ভ্যাকসিন

অবশেষে করোনাভাইরাস প্রতিরোধে চীনা ভ্যাকসিন বাংলাদেশে পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি দেয়া হয়েছে। চীনা কোম্পানির ভ্যাকসিন বাংলাদেশে পরীক্ষামূলক প্রয়োগ বা ট্রায়ালের কাজটি করবে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বা আইসিডিডিআর,বি।

আইসিডিডিআর,বি জানিয়েছে, করোনা চিকিৎসার জন্য নির্ধারিত সাতটি হাসপাতালের আগ্রহ প্রকাশকারী স্বাস্থ্যকর্মীদের মধ্য থেকে চার হাজার ২০০ জনকে বাছাই করে তাদের এই ভ্যাকসিন পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হবে। যত দ্রুত সম্ভব তা শুরু করার জন্য উদ্যোগ নেয়ার কথা বলা হয়েছে। যাদের ওপর ট্রায়াল চালানো হবে, তাদের এক গ্রুপকে দেয়া হবে করোনাভাইরাস প্রতিষেধক উপাদানসহ আসল টিকা। আরেকটি গ্রুপকে এমন কিছু দেয়া হবে, যাতে আসল টিকার কোনো উপাদান থাকবে না। কিন্তু কাউকেই জানানো হবে না কাদের আসল টিকা আর কাদের প্ল্যাসিবো দেয়া হচ্ছে। দুটি দলকেই পর্যবেক্ষণে রাখা হবে ছয় মাস। এজন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি টেলিমেডিসিন ইউনিট ইতোমধ্যেই গঠন করা হয়েছে। ২৪ ঘণ্টা তা চালু থাকবে।

কর্মকর্তারা বলেছেন, টিকা প্রয়োগ শুরু হওয়ার পর থেকে পর্যবেক্ষণের শেষ সময় পর্যন্ত-এই পুরো সময়কে গুরুত্ব দিয়ে অনেকগুলো বিশেষজ্ঞ কমিটি কাজ করবে। এই সময়ে অংশগ্রহণকারীদের শরীর নিরাপদে আছে কিনা- সেটাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নজরদারিতে রাখা হবে।

আইসিডিডিআর,বি-র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড: কে জামান এই পরীক্ষামূলক প্রয়োগ বা ট্রায়ালের মূল দায়িত্বে রয়েছেন।

ড. জামান বলেন, যাদের বাছাই করা হবে, তাদের অবশ্যই স্বেচ্ছ্বায় আসতে হবে। কারণ টিকার ক্লিনিক্যাল ট্রায়ালে কেউ নিজে থেকে আগ্রহী না হলে জোর করে প্রয়োগ করা যায় না।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ঢাকায় চীনা দূতাবাসসহ বিভিন্ন ক্ষেত্রে কর্মরত চীনা নাগরিকদের মধ্যেও যারা স্বেচ্ছ্বায় আগ্রহী হবেন, তারাও ট্রায়ালে অংশ নিতে পারবেন। চীনা দূতাবাস বাংলাদেশ সরকারকে এমন প্রস্তাব দিয়েছিল, তাতে বাংলাদেশের আপত্তি নাই।

ভয়েস টিভি/এসএফ

You may also like