Home বিশ্ব পাকিস্তানে চীনা রাষ্ট্রদূতের অবস্থান করা হোটেলে বোমা হামলা

পাকিস্তানে চীনা রাষ্ট্রদূতের অবস্থান করা হোটেলে বোমা হামলা

by Newsroom
চীনা রাষ্ট্রদূতের

পাকিস্তানের কোয়েটা শহরে চীনা রাষ্ট্রদূতের অবস্থান করা একটি বিলাসবহুল হোটেলে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো ১২ জন। পাকিস্তানের ডন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কোয়েটা শহরের সেরেনা হোটেলের পার্কিং লটে শক্তিশালী বোমা বিস্ফোরণ হয়েছে। ওই হোটেলে চীনা রাষ্ট্রদূত অবস্থান করছিলেন।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ জানিয়েছে, বিস্ফোরণের ঘটনায় চারজন নিহত হয়েছে এবং ১২ জন জখম হয়েছে। এটা সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেছেন, রাষ্ট্রদূতের নেতৃত্বে চার জনের চীনা প্রতিনিধিদল হোটেলটিতে অবস্থান করছিল। যখন বিস্ফোরণ ঘটে, ওই সময় রাষ্ট্রদূত একটি বৈঠকে উপস্থিত হওয়ার জন্য হোটেলের বাইরে ছিলেন।

পুলিশের একজন কর্মকর্তা জানান, সেখানকার কোনো গাড়িতে বিস্ফোরক ডিভাইস রাখা হয়েছিল সম্ভবত। এক পুলিশ কর্মকর্তা ওই বিস্ফোরণে নিহত হয়েছেন।

জানা গেছে, পাকিস্তানের স্থানীয় সময় বুধবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বিস্ফোরণ ঘটে। এরপর ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী, উদ্ধার কর্মকর্তা এবং নিরাপত্তা বাহিনী।

এই ঘটনার কিছু পরে এক সংবাদ সম্মেলনে বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মীর জিয়াউল্লাহ ল্যাঙ্গোভ বলেন, ওই অঞ্চলে সন্ত্রাসবাদ বেড়ে গেছে। আমাদের নিজেদের লোকজনই এ ধরনের সন্ত্রাসী হামলায় জড়িত।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন আক্রমণটি চীনা রাষ্ট্রদূতকে উদ্দেশ্যে করা হলেও স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে যখন বিস্ফোরণটি ঘটে তখন হোটেলটিতে রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন না।

“আমি সবেমাত্র চীনা রাষ্ট্রদূতের সাথে সাক্ষাত করেছি এবং তিনি জীবীত রয়েছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখবো।

বেলুচিস্তান সরকারের মুখপাত্র লিয়াকত শাহওয়ানি বলেছেন, ঘটনাটি সমস্ত দিক থেকে তদন্ত করা হচ্ছে। জড়িতরা এই আইনের হাত থেকে বাঁচতে পারবে না।”

ভয়েস টিভি/ডি

You may also like