Home খেলার খবর মেসির সঙ্গে চুক্তির পরিকল্পনা সাজাচ্ছে ম্যানচেস্টার সিটি

মেসির সঙ্গে চুক্তির পরিকল্পনা সাজাচ্ছে ম্যানচেস্টার সিটি

by Newsroom
চুক্তির পরিকল্পনা

ক্ষণে ক্ষণে রং বদলাচ্ছে মেসি-বার্সেলোনা বিচ্ছেদ নাটক। নাটকিয়তায় যুক্ত হচ্ছে নতুন নতুন পর্ব। এই ফুটবল জাদুকরকে দলে নিতে চায় অনেকগুলো ক্লাব। তবে মেসিকে দলে নিতে অনকেটাই এগিয়ে রয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। ক্লাবটি এরইমধ্যে লিওনেল মেসির সঙ্গে চুক্তির পরিকল্পনা সাজাচ্ছে।

বিশ্বগণমাধ্যমের খবরে জানা গেছে, ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি ৫ বছরের জন্য চুক্তির প্রস্তাব করেছে মেসিকে। ৫ বছরে মোট চুক্তির পরিমাণ হবে ৭৫০ মিলিয়ন ইউরো। এর মধ্যে তিন বছর প্রিমিয়ার লিগে ম্যানসিটির হয়ে খেলতে হবে মেসিকে। বাকি দুই বছর খেলতে হবে সিটি গ্রুপের আরেক ক্লাব নিউইয়র্ক সিটি এফসির হয়ে।

জানা গেছে, প্রতি মৌসুমের জন্য ম্যানসিটি মেসিকে দিবে ১০০ মিলিয়ন ইউরো। সেই হিসেবে ৫ বছরে মেসির আয় দাঁড়ায় ৫০০ মিলিয়ন ইউরো। বাকি ২৫০ মিলিয়ন ইউরো নিউইয়র্ক সিটিতে যোগ দেওয়ার সাইনিং বোনাস হিসেবে পাবেন মেসি।

এদিকে মেসিকে অন্য কেউ কিনতে চাইলে বার্সেলোনাকে তার রিলিজ ক্লজ ৭০০ মিলিয়ন ইউরো পরিশোধ করে তারপরই দলে নিতে হবে বলে জানিয়েছে লা লিগা কর্তৃপক্ষ।

ভয়েস টিভি/টিআর

You may also like