Home বিশ্ব চুমুতে সায় না দেয়ায় প্রেমিকের বিরুদ্ধে পুলিশে নালিশ!

চুমুতে সায় না দেয়ায় প্রেমিকের বিরুদ্ধে পুলিশে নালিশ!

by Shohag Ferdaus

প্রেমিক-প্রেমিকা চুটিয়ে প্রেম করবে। একে অপরকে চুমু দেবে। মানব জীবনে এ বিষয়গুলো সহজাত। যুগ যুগ ধরেই চলে আসছে। প্রেমিকাকে চুমু খেতে চায় না, এমন প্রেমিক তো পাওয়াই যায় না। অথচ চুমুতে সায় না দেয়া এক প্রেমিকের বিরুদ্ধে পুলিশের কাছে নালিশ ঠুকেছেন ইংল্যান্ডের এক প্রেমিকা।

বিবিসির প্রতিবেদনে জানা যায়, জরুরি পরিষেবা নম্বর ৯৯৯ এ কল দিয়ে সেই প্রেমিকা পুলিশকে জানান, প্রেমিক তাকে চুম্বন করছে না।

এমন অভিযোগের পরিণতি হয়েছিল তা না জানা গেলেও বেরসিক পুলিশ বলছেন ভিন্ন কথা, প্রেমিক কেন চু্মু খায় না, তাও পুলিশকে জানাতে হবে! সত্যিই অযৌক্তিক।

বড়দিনের সময় ইংল্যান্ডে পুলিশের কাজের ব্যস্ততা বেড়ে যায়। তবে একই সঙ্গে জরুরি পরিষেবার নম্বরে অপ্রাসঙ্গিক কলের সংখ্যাও বৃদ্ধি পায়। পুলিশ জানিয়েছে, তারা বোঝার চেষ্টা করছে, কেন লোকেরা অপ্রয়োজনে ৯৯৯ নম্বরে কল করে।

ভয়েস টিভি/এসএফ

You may also like