Home সারাদেশ চুয়াডাঙ্গায় যুবলীগ নেতাসহ আরও তিন জনের মৃত্যু

চুয়াডাঙ্গায় যুবলীগ নেতাসহ আরও তিন জনের মৃত্যু

by Newsroom
চুয়াডাঙ্গায়

চুয়াডাঙ্গা: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে চুয়াডাঙ্গায় এক যুবলীগ নেতাসহ আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃত্যু হয়েছে ২১ জন। আর আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে।

জানা যায়, করোনার উপসর্গ নিয়ে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ধোপাখালী ওয়ার্ড যুবলীগ নেতা দরবেশ দফাদার (৩০) মারা গেছেন। তিনি ওই গ্রামের মৃত. জাহা বক্সের ছেলে। আজ সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। একইসঙ্গে পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়েছে।

এর আগে, জেলা সদর হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে হামিদুল ইসলাম (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।হাসপাতালের ইয়োলো জোনে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হামিদুর রহমান দীর্ঘদিন যাবত সর্দি, জ্বর, শ্বাসকষ্ট নিয়ে চুয়াডাঙ্গায় আত্মীয়ের বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। তিনি কুষ্টিয়া জেলার মিরপুর থানার আবুরি গ্রামের হায়দার হোসেনের ছেলে। মৃত্যুর পর হামিদুর রহমানের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

এছাড়া, করেনা আক্রান্ত হয়ে আকরামুল নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জেলা সিভিল সার্জন অফিস।

এদিকে, জেলায় নতুন করে ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ১৩ জনে দাঁড়িয়েছে। আক্রান্তদের মধ্যে ৫শ ২৬ জন সুস্থতা লাভ করেছেন৷

ভয়েস টিভি/নিজস্ব প্রতিবেদক/টিআর

You may also like