Home সারাদেশ ফরিদপুরে মহিলা সমিতির মাঝে চেক বিতরণ

ফরিদপুরে মহিলা সমিতির মাঝে চেক বিতরণ

by Newsroom

ফরিদপুরে মহিলা বিষয়ক অধিদফতরের পক্ষ থেকে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ২৪ নভেম্বর মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে নিবন্ধিত মহিলা সমিতির নেতৃবৃন্দের মাঝে এসব চেক বিতরণ করেন জেলা প্রশাসক অতুল সরকার।

অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,  মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম ফজিলেতুন নেসা ইন্দ্রিরা।

চেক বিতরণকালে অন্যান্যদের মাঝে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিপক রায়, জেলা মহিলা বিষয়ক অধিদফতরের উপ-পরিচালক মাশউদা হোসেন প্রমূখ।

এসময় সদর উপজেলার ২৬টি মহিলা সংগঠনের মাঝে আট লাখ টাকার অনুদান চেক বিতরণ করা হয়।

ভয়েস টিভি/এমএইচ

You may also like