Home খেলার খবর চেলসি বিক্রি করতে পারবেন না আব্রামোভিচ!

চেলসি বিক্রি করতে পারবেন না আব্রামোভিচ!

by Imtiaz Ahmed

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকেই আলোচনা চলছিল।

যুক্তরাজ্যে নিষিদ্ধ হতে পারেন ইংলিশ ক্লাব চেলসির মালিক রোমান আব্রাহিমোভিচ। অবশেষে তাই হলো, তাকে নিষিদ্ধ করেছে যুক্তরাজ্য সরকার।

এ নিষেধাজ্ঞার ফলে যুক্তরাজ্যে থাকা সকল সম্পত্তি থেকে বঞ্চিত হবেন তিনি। শুধু তিনিই নন, ইংল্যান্ডে আরও ছয় রুশ ধনকুবেরের ওপরও এসেছে নিষেধাজ্ঞা।তাদের সম্পদ জব্দ করা হয়েছে, ভ্রমণে পড়েছে নিষেধাজ্ঞা।

রোমান নিষেধাজ্ঞায় পড়লেও এর কোনও প্রভাব পড়বে না ফুটবল ক্লাব চেলসির ওপর। সমর্থক, ইংলিশ প্রিমিয়ার লিগের কথা বিবেচনায় চেলসিকে এই বিশেষ ছাড় দিচ্ছে যুক্তরাজ্য সরকার।

এ কারণে টুর্নামেন্টগুলোতে চেলসির অংশগ্রহণে কোনো বাঁধা থাকবে না। এমনকি ক্লাবটির ফুটবলার এবং স্টাফদের বেতন পেতে কোনো সমস্যার মুখে পড়তে হবে না।

এ নিষেধাজ্ঞার তালিকায় আছে জার্সি, স্যুভেনির ইত্যাদি কেনাবেচাও।

রোমান আব্রাহিমোভিচের নিষেধাজ্ঞার পর প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, যারা আক্রমণকে সমর্থন করছে তাদের জন্য ‘কোন নিরাপদ আশ্রয়স্থল থাকতে পারে না।

আজকের নিষেধাজ্ঞাগুলি ইউক্রেনের আক্রান্ত জনগণের প্রতি যুক্তরাজ্যের অটল সমর্থনের সর্বশেষ পদক্ষেপ। যারা বেসামরিক লোকদের হত্যা, হাসপাতাল ধ্বংস এবং স্বাধীন বন্ধুরাষ্ট্রে অবৈধ দখল যারা করে, তাদের শিক্ষা দিতে আমাদের নির্মম হতে হবে।’

টুর্নামেন্ট খেলতে বাঁধা না থাকলেও এ নিষেধাজ্ঞা থাকাকালীন সময়ে নতুন কোনও ফুটবলার দলে নিতে কিংবা বিক্রি করতে পারবে না। এমনকি চুক্তির মেয়াদ বাড়াতে পারবে না চেলসি।

এছাড়া নতুন করে হোম ম্যাচের জন্য টিকিট বিক্রি করতে পারবে না। তবে যেসব টিকিট আগে বিক্রি হয়েছে সেইসব টিকিটধারী সমর্থকরা ম্যাচ উপভোগ করতে পারবে।

যুক্তরাজ্যে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন এমন খবর চউর হওয়ার পরই চেলসিকে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিলেন রাশিয়ান ধনকুবের রোমান আব্রাহিমোভিচ।

তবে এই নিষেধাজ্ঞার ফলে আর চেলসিকে বিক্রি করতে পারছেন না এই রাশিয়ান ধনকুবের।

৫৫ বছর বয়সী রুশ এই ধনকুবেরের বিরুদ্ধে আগে থেকেই পুতিনের সঙ্গে নিবিড় সম্পর্কের অভিযোগ ছিল। যদিও রোমান তা বরাবরই নাকচ করছিলেন। যুক্তরাজ্য সরকার জানাচ্ছে, চেলসির মালিকের বর্তমান সম্পদ এক লক্ষ পাঁচ হাজার সাতশ কোটি টাকার সমান।চেলসি বিক্রি করতে পারবেন না আব্রামোভিচ

You may also like