Home সারাদেশ ঠাকুরগাঁওয়ের সেই চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত শুরু

ঠাকুরগাঁওয়ের সেই চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত শুরু

by Newsroom
চেয়ারম্যানের বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ের দুওসুও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে কার্যালয়ে বসে ‘ইয়াবা’ সেবনের সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক নুর কুতুবুল আলমের স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে এ নির্দেশ প্রদান করা হয়।

এর আগে ১৬ ডিসেম্বর ‘কার্যালয়ে বসে ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবন’ শিরোনামে একটি সংবাদ ভয়েস টিভিতে প্রকাশ হয়েছিল। এরপর বিষয়টি নজরে আসে জেলা প্রশাসনের।

সম্প্রতি বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম তার সহযোগিদের নিয়ে ইউনিয়ন পরিষদ কক্ষে জুয়া খেলা ও ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দুওসুও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ কয়েকজন বসে আছেন। চেয়ারম্যানের পাশে বসে একজন সবার মধ্যে তাস খেলার কার্ড বিলি করছেন। ওই সময় চেয়ারম্যান আব্দুস সালাম মুখে পাইপ নিয়েছেন এবং আরেকজন তাতে আগুন ধরিয়ে দিচ্ছেন। ভিডিওটি দেখে লোকজন এটি পাইপের মাধ্যমে ‘ইয়াবা’ সেবন বললেও চেয়ারম্যান আব্দুস সালাম তা অস্বীকার করছেন।

চিঠিতে বলা হয়, ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালামের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদ কক্ষে সহযোগিদের নিয়ে জুয়া খেলা ও মাদকসেবন সহ বিভিন্ন অভিযোগ সম্বলিত সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে তদন্তপূর্বক সুস্পষ্ট মতামত সম্বলিত প্রতিবেদন আগামী ৩ কার্যদিবসের মধ্যে দাখিল করার নির্দেশ দেওয়া হয় বালিয়াডাঙ্গী উপজেলার নির্বাহী কর্মকর্তাকে।

এ বিষয়ে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাঃ যোবায়ের হোসেন বলেন, স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক নুর কুতুবুল আলমের স্বাক্ষরিত একটি চিঠি হাতে পেয়েছি। চিঠির সাথে প্রকাশিত সংবাদের কপি ও একটি ভিডিও দেওয়া হয়েছে। আশা করছি সময়মত তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক নুর কুতুবুল বলেন, বালিয়াডাঙ্গী উপজেলার নির্বাহী অফিসারকে বিষয়টি তদন্তপূর্বক প্রতিবেদন ৩ কার্যদিবসের মধ্যে জমা দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভয়েস টিভি/ডিএইচ

You may also like