পাবনার আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল গফুর মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
১৯ অক্টোবর সোমবার সকালে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে তাকে চেয়ারম্যান পদ এ বহিষ্কারাদেশ দেয়া হয় বলে জানা গেছে।
জানা গেছে, করোনাভাইরাস চলাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নগদ অর্থ সহায়তা কর্মসূচি চালু করা হয়েছিল। এ কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের তালিকা প্রণয়নে অনিয়ম এবং তালিকার ত্রুটি সনাক্তকারী প্রধান শিক্ষককে মারপিটের অভিযোগ প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার আইন-২০০৯ এর ৩৪ (৪) ধারা অনুযায়ী তাকে মাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলামও সাময়িক বরখাস্তের সত্যতা নিশ্চিত করেন।
ভয়েস টিভি/এমএইচ