Home সারাদেশ সাতক্ষীরা সীমান্তে দেড় কেজি স্বর্ণসহ চোরাকারবারি আটক

সাতক্ষীরা সীমান্তে দেড় কেজি স্বর্ণসহ চোরাকারবারি আটক

by Shohag Ferdaus
চোরাকারবারি

সাতক্ষীরা সীমান্তের বৈকারী এলাকা থেকে দেড় কেজি স্বর্ণসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে সীমান্ত পিলার ৭/৪৯-এস থেকে ১৫০ গজ বাংলাদেশ অভ্যন্তরে বৈকারী নামক স্থান থেকে তাকে আটক করা হয়।

আটক চোরাকারবারি সাব্বির হোসেন (১৮) বৈকারী ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের হারুন অর-রশিদের ছেলে।

সাতক্ষীরা-৩৩ বিজিবির লে. কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, ভারতে স্বর্ণ পাচার হচ্ছে এমন গোপন সংবাদে বৈকারী বিওপির টহল কমান্ডার সুবেদার শ্রী অনিত কুমার কুণ্ডুর নেতৃত্বে একটি টহল দল অভিযান চালায়। অভিযানকালে চোরাকারবারি সাব্বির হোসেনকে একটি সুজুকি মোটর সাইকেলসহ আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন এক কেজি ৫৭০ গ্রাম।

তিনি বলেন, জব্দকৃত স্বর্ণের মূল্য ৯৪ লাখ ২১ হাজার ৭২৭ টাকা। ও মোটরসাইকেলের মূল্য দুই লাখ ৮০ হাজার টাকা। আটক চোরাকারবারিকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া জব্দকৃত স্বর্ণের বার সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

ভয়েস টিভি/এসএফ

You may also like