Home রাজনীতি সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ করোনায় আক্রান্ত

সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ করোনায় আক্রান্ত

by Imtiaz Ahmed
চৌধুরী কামাল ইবনে ইউসুফ

ফরিদপুর সদর আসনের সাবেক সংসদ সদস্য, একাধিকবারের মন্ত্রী বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ শারিরীক অসুস্থ্যতাজনিত কারণে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থ্যতা কামনা করে সকলের প্রতি দোয়া কামনা করা হয়েছে।

তার পরিবারের সদস্য জানিয়েছে তিনদিন আগে তিনি নিউমোনিয়াজনিত অসুখে ঢাকার এভার কেয়ার (সাবেক অ্যাপোলো) হাসপাতালে ভর্তি হন। এরপর তাঁর শরীরের নমূনা পরীক্ষায় কোভিড-১৯ করোনা পজিটিভ ধরা পরে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ২২ নভেম্বর রোববার তিনি ওই হাসপাতালের আইসিইউতে (ইনসেনটিভ কেয়ার ইউনিট) চিকিৎসাধীন রয়েছেন।

চৌধুরী কামাল ইবনে ইউসুফের সুস্থ্যতা কামনায় দোয়া চেয়েছেন তাঁর জ্যেষ্ঠ কন্যা ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-সম্পাদিকা চৌধুরী নায়াব ইউসুফ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সহ-সভাপতি মাহবুবুল হাসান পিংকু, কোতয়ালী থানা বিএনপির সভাপতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, শহর বিএনপির সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ, ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক রেজোয়ান ইসলাম তরুণ, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, মহানগর ছাত্রদলের সভাপতি শাহরিয়ার শিথীল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবসহ দলীয় নেতাকর্মীবৃন্দ।

ভয়েস টিভি/ডিএইচ

 

You may also like