Home খেলার খবর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হতে পারে পর্তুগাল

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হতে পারে পর্তুগাল

by Imtiaz Ahmed

ওয়েম্বলির পর এবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের বিকল্প ভেন্যু হিসেবে আলোচনায় পর্তুগাল। আগামী ২৯ মে তুরস্কের কামাল আতাতুর্ক স্টেডিয়ামে তাদের ইউরোপ সেরার লড়াইয়ে মুখোমুখি হওয়ার কথা।

করোনা প্রতিরোধে ব্রিটিশ সরকারের ঝুঁকিপূর্ণ তালিকায় নাম উঠেছে তুরস্কের। ফলে শঙ্কা দেখা দিয়েছে এবারের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল নিয়ে। ফলে ম্যান সিটি-চেলসির মধ্যকার অল ইংলিশ ফাইনালের ভেন্যু নিয়ে দেখা দিয়েছে জটিলতা।

তবে সেই দেশ ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় অন্তর্ভুক্ত হওয়ায় বিকল্প হিসেবে ওয়েম্বলিকে পেতে ইংল্যান্ড সরকার ও ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে আলোচনায় বসে উয়েফা। তবে আলোচনা ফলপ্রসু না হওয়ায় বিকল্প হিসেবে উঠে আসছে পর্তুগালের নাম।

গেলো আসরের ভেন্যু লিসবনে হতে পারে এবারের ফাইনালও। যদিও বরিস জনসনের সরকারের সাথে আগামী কয়েকদিনের মধ্যে ঐক্যে পৌঁছাতে পারলে ওয়েম্বলিতে বসবে ফাইনাল। সর্বশেষ ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা নির্ধারণ হয়েছে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী এই স্টেডিয়ামে।

ভয়েস টিভি/আইএ

You may also like