Home খেলার খবর নারী বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

নারী বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

by Imtiaz Ahmed

ওয়ানডেতে নারী বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে রানের পাহাড়ে নিয়ে য়ান অ্যালিসা হিলি।

বিশাল লক্ষ্য তাড়ায় ইংল্যান্ডের নাটালি স্কিভার সেঞ্চুরি পেলেও আর কেউ সঙ্গ দিতে পারলেন না তাকে। ফলে শিরোপা ধরে রাখা হলো না ইংলিশদের। তাদেরকে উড়িয়ে নয় বছর পর ফের চ্যাম্পিয়ন হওয়ার উৎসবে মাতল অজিরা।

রোববার ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত ম্যাচে ৭১ রানের বড় ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়া। টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩৫৬ রান তোলে তারা। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড এটি।

জবাবে ইংল্যান্ড ৪৩.৪ ওভার খেলে পৌঁছাতে পারে ২৮৫ পর্যন্ত। বলের চেয়ে বেশি গতিতে রান তুললেও জুটি গড়তে না পারার আক্ষেপে পুড়তে হয় তাদের।

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের দ্বাদশ আসরে অস্ট্রেলিয়ার এটি সপ্তম শিরোপা। তারা শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল ২০১৩ সালে, ভারতের মাটিতে। এবার রানার্সআপ হওয়া ইংল্যান্ড সবশেষ ২০১৭ সালের বিশ্বকাপে চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল। এছাড়া, নিউজিল্যান্ড কেবল একবারই শিরোপা জিতেছিল ২০০০ সালে।

ম্যাচসেরার পুরস্কার জেতা তারকা অজি ওপেনার হিলি ২৬ চারের সাহায্যে খেলেন ১৩৮ বলে ১৭০ রানের বিস্ফোরক ইনিংস। সেমিফাইনালেও সেঞ্চুরি করেছিলেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০৭ বলে ১২৯ রান এসেছিল তার ব্যাট থেকে।

ইতিহাস গড়ে মোট ৫০৯ রান নিয়ে আসর শেষ করলেন তিনি। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের এক আসরে পাঁচশ রান সংগ্রহের প্রথম কীর্তি এটি।

অন্যদিকে, ইংলিশ ব্যাটার স্কিভার একাই লড়াই চালিয়ে ১৪৮ রানে অপরাজিত থাকেন। ১২১ বলের ইনিংসে তিনি মারেন ১৫ চার ও ১ ছক্কা।

You may also like