Home খেলার খবর দক্ষিণাঞ্চলকে হারিয়ে চ্যাম্পিয়ন মধ্যাঞ্চল

দক্ষিণাঞ্চলকে হারিয়ে চ্যাম্পিয়ন মধ্যাঞ্চল

by Imtiaz Ahmed

বিসিএলের নবম আসরের চ্যাম্পিয়ন হয়ে সিলেটে এসেছিল ওয়ালটন মধ্যাঞ্চল, ইনডিপেন্ডেন্স কাপেও লক্ষ্যটা ছিল শিরোপা জয়ের। স্বপ্ন পূরণ হয়েছে মধ্যাঞ্চলের, ফাইনালে বিসিবি দক্ষিণাঞ্চলকে ছয় উইকেটে হারিয়েছে মোসাদ্দেকের মধ্যাঞ্চল।

টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মোসাদ্দেক, ব্যাটিংয়ে পাঠান জাকির হাসানের দক্ষিণাঞ্চলকে। শুরুটা দুর্দান্তই করেছিল দুই ওপেনার এনামুল হক বিজয় এবং পিনাক ঘোষ।

দুজনের প্রথম উইকেট জুটিতেই আসে ৫১ রান। ব্যক্তিগত ২০ রানে বিজয়ের আউটের মধ্য দিয়ে বদলাতে শুরু করে দৃশ্যপট।

একে একে প্যাভিলিয়নে ফিরে যান তৌহিদ হৃদয়, অমিত হাসান, জাকির হাসানরাও। শেষ দকে নাহিদুলের ৩১ রানের ইনিংসে ভর করে কোনোরকমে ১৬৩ রান স্কোরবোর্ডে তোলে বিসিবি দক্ষিণাঞ্চল।

জবাবে ব্যাট করতে নেমে মিজানুর রহমানকে নিয়ে দুর্দান্ত শুরু করেছিলেন সৌম্য সরকার। দুজনের প্রথম উইকেট জুটিতেই আসে ৬৫ রান; ব্যক্তিগত ২১ রানে দলের প্রথম উইকেট হয়ে প্যাভিলিয়নে ফিরেন সৌম্য। আব্দুল মজিদ ফিরেছেন ১ রানে, মোহাম্মদ মিঠুনের প্রত্যাবর্তনটা হয়নি শুভ; মাত্র ৪ রান করতে পেরেছেন।

ওপেনার মিজানুর রহমানও ফিরেছেন ৩৯ রানে; ৬৫ রানে ১ উইকেট হারানো মধ্যাঞ্চলের ৭৬ রানেই নেই ৪ উইকেট!

হঠাৎ করেই জয়ের সুবাতাস পেতে শুরু করেছিল দক্ষিণাঞ্চল। কিন্তু অধিনায়ক মোসাদ্দেক হোসেনের ৩২* আর আল আমিন জুনিয়রের ৪৩* রানের ইনিংসে জয়ের বন্দরে পৌঁছতে সময় লাগেনি।

নাসুম আহমেদ নিয়েছেন ৩২ রানে ৩ উইকেট, মুস্তাফিজুর রহমান পাননি কোনো উইকেটের দেখা।

You may also like