Home খেলার খবর ছক্কায় বিশ্ব রেকর্ড গেইলের

ছক্কায় বিশ্ব রেকর্ড গেইলের

by Newsroom
ছক্কায় বিশ্ব রেকর্ড

টি-টোয়েন্টি ক্রিকেটে ছক্কায় বিশ্ব রেকর্ড গড়লেন ক্রিস গেইল। বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে এক হাজার ছক্কা মারার ইতিহাস গড়লেন ওয়েস্ট ইন্ডিজ তারকা।

আইপিএলের ৫০তম ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে এই ইতিহাস গড়েন গেইল। গতকাল শুক্রবার মাঠে নামার আগে গেইলের নামের পাশে ৯৯৩টি ছক্কা ছিল।

মাঠে নেমেই রাজস্থানের বিপক্ষে ঝড় তুললেন গেইল। মাত্র ৬৩ বলে খেলেন ৯৯ রানের ইনিংস। ওই ইনিংস খেলতে ছয় বাউন্ডারি ও আটটি ছক্কা হাঁকান তিনি। এর মধ্যেই গড়েন এই সংস্করণে হাজারতম ছক্কার রেকর্ড।

শুক্রবারে ৮ ছক্বা হাঁকিয়ে ফ্রাঞ্চাইজি টি-২০ ফরম্যাটে ১০০১ বার বল উড়িয়ে সীমানা পার করার অনন্য কীর্তি গড়লেন। এর মধ্যে আইপিএলেই হাঁকিয়েছেন ৩৪৯টি।

গেইলের ১ হাজার ছক্কার আশেপাশে আর কেউ নেই। ৬৯০টি ছক্কা নিয়ে এ তালিকায় দ্বিতীয়তে আছেন আরেক ক্যারিবীয় তারকা কাইরন পোলার্ড। ৪৬৭টি ছক্কা নিয়ে তালিকায় তৃতীয়তে আছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। চতুর্থ স্থানে থাকা শেন ওয়াটসনেরও ছক্কা সংখ্যা ৪৬৭টি। আন্দ্রে রাসেলের ৪৪৭টি।

ভয়েস টিভি/টিআর

You may also like