Home সারাদেশ ছাত্রলীগ নেতা ফারুককে অটোরিকশা দিলেন প্রধানমন্ত্রী

ছাত্রলীগ নেতা ফারুককে অটোরিকশা দিলেন প্রধানমন্ত্রী

by Amir Shohel

নোয়াখালীর কবিরহাট উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন ফারুককে অটোরিকশা কিনে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২৯ মে শনিবার দুপুর ২টায় নোয়াখালী জেলা প্রশাসক মো. খোরশেদ আলম খান প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে অটোরিকশাটি ছাত্রলীগ নেতার কাছে হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রীর পক্ষে নোয়াখালীর জেলা প্রশাসক মো. খোরশেদ আলম খান আজ দুপুরে ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন ফারুককে অটোরিকশাটি হস্তান্তর করেন।

সাবেক ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন ফারুককে নিয়ে সম্প্রতি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়, একসময়ের তুখোড় ও রাজপথ কাঁপানো ছাত্রলীগ নেতা আনোয়োর হোসেন ফারুক পরিবার-পরিজন নিয়ে কষ্টে দিন কাটাচ্ছেন।

সংবাদটি প্রকাশ হওয়ার পর বিষয়টি সরকার প্রধান ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নজরে আসে। তিনি দ্রুত সময়ের মধ্যে কর্মসংস্থানের জন্য ছাত্রলীগ নেতা ফারুককে একটি অটোরিকশা উপহার দেন।

ভয়েসটিভি/এএস

You may also like