Home ভিডিও সংবাদ এবার তালা ভেঙে হলে ঢুকলেন জাবির ছাত্রীরা

এবার তালা ভেঙে হলে ঢুকলেন জাবির ছাত্রীরা

by Shohag Ferdaus
জাবির

হল ত্যাগের নির্দেশ প্রত্যাখ্যান করে এবার তালা ভেঙে হলের ভিতর অবস্থান নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রীরা। ২২ ফেব্রুয়ারি সোমবার দুপুর একটায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে প্রবেশ করেন ছাত্রীরা।

এর আগে, বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে একটি মিছিল বের করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। মিছিলটি মেয়েদের হলগুলো অতিক্রম করে বঙ্গমাতা হলের সামনে গিয়ে শেষ হয়।

দর্শন বিভাগের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম বলেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে প্রায় ৪০ জন শিক্ষার্থী অবস্থান নিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যেহেতু আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ সেকারণে আমরা আর হল ত্যাগ করছি না।

এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের ৮টি ছাত্র হল এবং একটি ছাত্রী হলের তালা ভেঙে ঢুকে পড়লো শিক্ষার্থীরা।

এর আগে তালা ভেঙে হলে ওঠা শিক্ষার্থীদের ২২ ফেব্রুয়ারি সকাল ১০টার মধ্যে হল ছাড়ার নির্দেশনা দিলে তা প্রত্যাখান করে জাবি শিক্ষার্থীরা। ২১ ফেব্রুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা দেয়া হয়।

তবে প্রশাসনের এই সিদ্ধান্ত উপেক্ষা করে হলে অবস্থান করছেন শিক্ষার্থীরা। ওই বিজ্ঞপ্তির জেরে পাল্টা কর্মসূচি হিসেবে দুপুর ১২টা হতে পরিবহন চত্ত্বরে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। এরপরই এই বিক্ষোভ করেন তারা।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘আমরা শিক্ষার্থীদের হলত্যাগের অনুরোধ করছি। তারা হল ছাড়তে রাজি হয়নি। এখন বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে’।

এর আগে ১৯ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়া এলাকায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে শিক্ষার্থীদের ওপর হামলা করে স্থানীয়রা। পরে ধাওয়া-পাল্টাধাওয়ায় তা সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় ৪০ শিক্ষার্থী আহত হন। পরদিন শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে হলের তালা ভেঙে ভেতরে অবস্থান নেন শিক্ষার্থীরা।

ভয়েস টিভি/এসএফ

You may also like