Home সারাদেশ সাতক্ষীরায় কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

সাতক্ষীরায় কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

by Newsroom

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী এলাকায় মাছের ঘের থেকে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৯ অক্টোবর সোমবার বেলা ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত চন্দ্র শেখর (২২) পশ্চিম শোভনালী গ্রামের শংকর সরকারের ছেলে। তিনি সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী।

স্থানীয় ইউপি সদস্য আজিজুর রহমান বলেন, শেখরের বাবা কাকড়া ব্যবসায়ী। রাতে মাছের ঘেরের বাসায় দুর্বৃত্তরা হত্যার পর মরদেহটি একটি ঝোঁপের মধ্যে ফেলে দেয়। এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

আশাশুনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী জানান, রাতে নিজেদের মাছের ঘেরে ছিল চন্দ্র শেখর। সকালে বাড়িতে না আসায় খোঁজাখুজি শুরু করে পরিবারের সদস্যরা। এরপর বেলা ১২টার দিকে মাছের ঘেরের পানিতে মরদেহ থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার পুলিশ। ছেলেটি সাতক্ষীরা সরকারি কলেজের ছাত্র।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবির জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে, পরে বিস্তারিত জানানো হবে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like