Home শিক্ষাঙ্গন ইবির ছাত্র উপদেষ্টা ড. সাইদুর রহমান আর নেই

ইবির ছাত্র উপদেষ্টা ড. সাইদুর রহমান আর নেই

by Shohag Ferdaus
সাইদুর

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্র উপদেষ্টা ও বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. সাইদুর রহমান মারা গেছেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোরে রাজধানীর কল্যাণপুরে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. বাকী বিল্লাহ বিকুল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন । তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

তিনি জানান,অধ্যাপক ড. সাইদুর রহমান স্যার করোনা আক্রান্ত হয়ে প্রায় একমাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার তার অবস্থার অবনতি হওয়ায় লাইফ সাপোর্টে নেয়া হয়। আজ ভোরে তিনি পৃথীবির মায়া ত্যাগ করে চলে গেছেন। তার মৃত্যুতে আমরা বাংলা পরিবার গভীর শোকহত। তার আত্মার মাগফিরাত কামনা করি।

তিনি আরও বলেন, ঢাকা থেকে ড. সাইদুর রহমানের মরদেহ বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হচ্ছে। প্রথমে তার শ্বশুরালয় ঝিনাইদহের শৈলকূপায় প্রথম জানাজা পরে বিশ্ববিদ্যালয়ে ও কুষ্টিয়ায় জানাজা শেষে তার মরদেহ গ্রামের বাড়ি মেহেরপুরে নেয়া হবে। সেখানে জনাজা শেষে সমাহিত করা হবে।

শোক প্রকাশ করে তিনি বলেন, আমরা বাংলা পরিবার অভিভাবক শূন্য হয়ে গেলাম। অভাবনীয় ক্ষতির সম্মুখীন। তিনি একজন বিজ্ঞ মানুষ ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের গুরত্বপূর্ণ পদেও অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৭ জানুয়ারি অধ্যাপক ড. সাইদুর রহমারে সস্ত্রীক করোনা পজিটিভ আসে। পরবর্তীতে ফুসফুসের জটিলতা বৃদ্ধি পাওয়ায় গত ২ ফেব্রুয়ারি থেকে তিনি ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি ছিলেন। গত তিনদিন আগে বিদ্যুৎ বিভ্রাট হওয়ায় তাকে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

ভয়েস টিভি/এসএফ

You may also like