Home বিনোদন সুশান্ত সিংহের ‘ছিছোরে’ সেরা হিন্দি চলচ্চিত্র নির্বাচিত

সুশান্ত সিংহের ‘ছিছোরে’ সেরা হিন্দি চলচ্চিত্র নির্বাচিত

by Shohag Ferdaus
হিন্দি

ভারতের ৬৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। ২২ মার্চ সোমবার বিকেলে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা হয়েছে।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা হিন্দি ছবির পুরস্কার পেল সুশান্ত সিংহ রাজপুতের ছবি ‘ছিছোরে’। গত বছরের ১৪ জুন মুম্বাই এর বান্দ্রাতে তার বাড়ি থেকে সুশান্তর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। আর এবার তার অভিনীত ছিছোরে পেলো সেরা চলচ্চিত্রের পুরস্কার। গত বছরের মে মাসে এ পুরস্কার দেয়ার কথা ছিল। করোনার কারণে তা হয়ে ওঠেনি। যদি সঠিক সময়ে পুরস্কার দেয়া যেত হয়তো এ অভিনেতা দেখে যেতে পারতেন তার অভিনীত সিনেমা জাতীয় পুরস্কার জিতেছে।

এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রী কঙ্গনা রানাউত। ‘মনিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’ ও ‘পঙ্গা’-এ অভিনয় করে এই শিরোপা অর্জন করলেন তিনি। ‘ভোসলে’ ছবির জন্য সেরা অভিনেতার খেতাব পেলেন মনোজ বাজপেয়ী। তামিল ছবি ‘অসুরণ’-এর জন্য একই সম্মান পেয়েছেন ধনুশ।

গত বছর মে মাসে এই পুরস্কার দেওয়ার কথা ছিল। কিন্তু কোভিড পরিস্থিতির জন্য সেই সময়সীমা পিছিয়ে যায়। ২০১৯ সালের ছবিগুলির মধ্যে বাছাই পর্বের কাজে তাই দেরি হয়। সোমবার সেই তালিকা প্রকাশ করল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

এতে সেরা বাংলা ছবির সম্মান পেল ‘গুমনামী বাবা’। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ২০১৯ সালের এই ছবিতে নেতাজির চরিত্রে অভিনয় করেছিলেন টলিউডের নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য এবং অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী।

কলকাতার চলচ্চিত্র আরও কয়েকটি জাতীয় পুরস্কার পেয়েছে। ‘জ্যেষ্ঠপুত্র’ ছবিতে আবহ সঙ্গীতের জন্য পুরস্কার পেলেন সঙ্গীতশিল্পী প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়। অন্য দিকে সেরা মৌলিক চিত্রনাট্যর পুরস্কার পেল কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি ‘জ্যেষ্ঠপুত্র’। কৌশিক আর সৃজিত একই বিভাগের (চিত্রনাট্য) সম্মানে সম্মানিত। ‘গুমনামী বাবা’ ছবির চিত্রনাট্যও সেরা খেতাব পেয়েছে।

ভয়েস টিভি/এসএফ

You may also like