সাভারে হাসপাতাল থেকে ফেরার পথে নিলা রায় (১৪) নামে দশম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে বখাটে এক যুবক।
২০ সেপ্টেম্বর রোববার রাত ৯টার দিকে সাভার মডেল থানাধীন পাল পাড়া মহল্লার গার্লস স্কুল রোডে এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনদের দাবি, মিজানুর রহমান নামে স্থানীয় এক বখাটে যুবক দীর্ঘ দিন ধরে নিলাকে রাস্তাঘাটে বিরক্ত করাসহ প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। তার প্রস্তাবে সাড়া না দেয়ায় রোববার রাত ৯টার দিকে হাসপাতাল থেকে বাসায় ফেরার পথে ওই যুবক নিলাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত যুবক মিজানুর রহমান।
নিহত নিলার স্বজনদের দাবি, মিজানুর রহমান এক বখাটে যুবক দীর্ঘ দিন ধরেই নিলাকে রাস্তাঘাটে বিরক্ত করাসহ প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু নিলা তার ওই প্রস্তাবে সাড়া না দেয়ায় রোববার রাতে নিলা ও তার ভাই হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে ব্যাংক কলোনী এলাকায় পৌঁছালে অভিযুক্ত যুবক মিজানুর রহমান তাদের বহনকারী রিক্সা থামিয়ে নিলার ভাইয়ের অনুমিত নিয়ে নিলার সঙ্গে কথা বলতে চান। এসময় নিলার ভাই কথা বলার অনুমিত দিলে কথা বলার এক পর্যায়ে বখাটে যুবক নিলাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক নিলাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত নিলা রায় সাভারের কাজী মোকমা পাড়ায় পরিবারের সঙ্গে বসবাস করে স্থানীয় অ্যাসেড স্কুলের দশম শ্রেণিতে পড়াশোনা করতো। আর অভিযুক্ত যুবক মিজানুর রহমানও একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
সাভার মডেল থানা পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেম ঘটিত কারণেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে অভিযুক্ত মিজানুর রহমান। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে। তবে তাকে আটকের চেষ্টা চলছে।
ভয়েসটিভি/এএস