Home সারাদেশ ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাইয়ের যাবজ্জীবন

ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাইয়ের যাবজ্জীবন

by Amir Shohel

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাই মো. ইউছুফ আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

২২ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে নোয়াখালী দায়রা জজ আদালতের বিচারক সালেহ উদ্দিন আহমদ এ রায় ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের প্রায় ১০ বছর পর এ মামলার রায় ঘোষণা করা হলো। রায়ে ছোট ভাই সামছুদ্দিন ইলিয়াছকে হত্যার দায়ে বড় ভাই মো.ইউছুফ আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী গুলজার আহমদ জুয়েল জানান, ২০১০ সালে পূর্ব বিরোধের জের ধরে বড় ভাইয়ের পূর্ব পরিকল্পনা অনুসারে ছোট সামছুদ্দিন ইলিয়াছকে ঘুমন্ত অবস্থায় শ্বাসরোধ করে হত্যা করা হয় । পরে নিহতের বড় ভাই ও তার সহযোগিরা এলাকায় প্রচার করে ডাকাতদল ডাকাতি করার সময় এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

পরে এ ঘটনায় নিহতের পরিবারের কোন সদস্য মামলা না করায় তৎকালীন কবিরহাট থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) মো. রবিউল হক কবিরহাট থানায় একটি মামলা দায়ের করেন। আদালত ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে অভিযুক্ত আসামি মো.ইউছুফ আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

ভয়েসটিভি/এএস

You may also like