Home সারাদেশ মানিকগঞ্জে ছয় প্রতিষ্ঠানকে জরিমানা

মানিকগঞ্জে ছয় প্রতিষ্ঠানকে জরিমানা

by Newsroom
ছয় প্রতিষ্ঠানকে

মানিকগঞ্জের হরিরামপুর ও শিবালয় উপজেলায় অভিযান চালিয়ে নানা অনিয়মের অভিযোগে ছয় প্রতিষ্ঠানকে জরিমান করা হয়েছে। ১ ডিসেম্বর মঙ্গলবার দিনব্যাপী অভিযানে এ জরিমানা আদায় করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

তিনি আরো বলেন, জেলার শিবালয় ও হরিরামপুর উপজেলার রুপসা বাজার, বরংগাইল বাজার ও মাচাইন বাজারে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার। মেয়াদোত্তীর্ণ বীজ কীটনাশক ও পণ্য সংরক্ষণের অভিযোগে রাজীব বীজ ভাণ্ডারকে ১০,০০০ টাকা, আশোতোষ স্টোরকে ৫,০০০ টাকা, সম্পা স্টোরকে ৫,০০০ টাকা ও নারায়ণ স্টোরকে ২,০০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়া হরিরামপুর উপজেলার মাচাইন বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশিতে ইউরিয়া সার বিক্রয় ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রয়ের অভিযোগে পোদ্দার স্টোরকে ৫,০০০ টাকা জরিমানা ও সাময়িকভাবে প্রতিষ্ঠানটি বন্ধ রাখা হয়।

একই বাজারে ফার্মাসিস্ট ও পল্লী চিকিৎসক কোর্স সম্পন্ন করে ভিজিটিং কার্ড ও ব্যবস্থাপত্রে ডা. পদবী ব্যবহার করে বিগত কয়েক বছর ধরে সেবা প্রত্যাশীদের প্রতারিত করে আসছেন ফজলুর রহমান নামের এক ভূয়া ডাক্তার। মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ভোক্তার সঙ্গে প্রতারণা এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় ও সংরক্ষণ করার অভিযোগে তার পরিচালিত প্রতিষ্ঠান রফিক মেডিকেল হলকে ২০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর, শিবালয় ও ব্যাটালিয়ন আনসার। এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

ভয়েস টিভি/এমএইচ

You may also like