সুনামগঞ্জের জগন্নাথপুরে মেয়র পদে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী মিজানুর রশিদ ভূঁইয়া বিজয়ী হয়েছেন। ১০ অক্টোবর শনিবার সন্ধ্যা ৭টায় জগন্নাথপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে স্থাপিত কন্ট্রোল রুমে নির্বাচনের রিটানিং কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার মিজানুর রশিদ ভূইয়াকে বিজয়ী হিসেবে ঘোষণা করেন।
নৌকা প্রতীকে মিজানুর রশিদ ভূইয়া পেয়েছেন ৬ হাজার একশত ৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহ স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র আবদুল মনাফের ছেলে আবুল হোসেন সেলিম জগ প্রতীকে তিন হাজার ছয়শত ৩৭ ভোট পেয়েছেন। এছাড়া বিএনপির প্রার্থী রাজু আহমেদ ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ১৩৩৪, বিএনপি বিদ্রোহ স্বতন্ত্র প্রার্থী মো. আবিবুল বারি আয়হান মোবাইল প্রতীকে পেয়েছে এক হাজার ১০ ভোট।
গত ১২ জানুয়ারি জগন্নাথপুর পৌরসভার মেয়র আবদুল মনাফের মৃত্যু হলে মেয়র পদ শূন্য হয়ে যায়। পরে শূন্য পদে গত ২৯ মার্চ জগন্নাথপুর পৌরসভার উপ-নির্বাচনের ঘোষণা দেয় নির্বাচন কমিশন। তখন এ চার প্রার্থী অংশ নিয়েছিলেন। সেসময় করোনার কারণে নির্বাচন স্থগিত হয়ে যায়।
গত ২১ সেপ্টেম্বর পুনরায় মেয়র পদে উপনির্বাচন ঘোষণা দেয় কমিশন। তবে চলতি বছরের ডিসেম্বরে ৫ বছরের জন্য পূর্ণ নির্বাচন হওয়ার কথাও রয়েছে। সে হিসেবে এ নির্বাচনে বিজয়ী মেয়র মাত্র ২ মাস সময় পাবেন।
ভয়েসটিভি/এএস