Home অপরাধ জঙ্গলে নিয়ে হত্যা করা হয় শিশু সানজিদাকে

জঙ্গলে নিয়ে হত্যা করা হয় শিশু সানজিদাকে

by Amir Shohel

ময়মনসিংহের তারাকান্দায় অপহরণের তিন দিন পর বাকপ্রতিবন্ধী সানজিদা আক্তার (৭) নামে এক শিশুকে হত্যার ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতাররা হলেন, ইয়াছিন আকন্দ (১৬)। সে উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মো. আবুল হাসিম আকন্দের ছেলে এবং তারাকান্দা বাজারের বিকাশ এজেন্ট নিশীত কুমার সিংহ (৫৭)।

১৬ জানুয়ারি শনিবার রাত ১টার দিকে উপজেলার রামচন্দ্রপুর গ্রামের তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে র‌্যাব। এর আগে ১৫ জানুয়ারি শুক্রবার সকালে উপজেলার রামচন্দ্রপুর জঙ্গল থেকে শিশুর লাশ উদ্ধার করে পুলিশ।

ওই দিন রাতেই অজ্ঞাতনামা আসামি করে তারাকান্দা থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা শাহজাহান আকন্দ। নিহত সানজিদা আক্তার উপজেলার রামচন্দ্রপুর এলাকার স্থানীয় একটি বিদ্যালয়ে ২য় শ্রেণিতে পড়ালেখা করত।

১৭ জানুয়ারি রোববার দুপুরে ময়মনসিংহ র‌্যাব-১৪ কার্যালয়ে এক সংবাদ সম্মলনে লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার উদ্দিন সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ১২ জানুয়ারি শিশু সানজিদাকে অপহরণ করে ইয়াসিন আকন্দ। পরে ওইদিন রাতেই ৫০ হাজার টাকা চেয়ে চিরকুট রেখে যায় ইয়াসিন ও শাকিল। পরদিন ১৩ জানুয়ারি থানায় সাধারণ ডায়েরি করেন সানজিদার বাবা শাহজাহান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াছিন জানায়, সুপারী কুড়ানোর নাম করে ইয়াছিন ও শাকিল সানজিদাকে বাড়ির পাশে জঙ্গলে নিয়ে যায়। জঙ্গলে নেয়ার পর কান্নাকাটি করলে ওই দিনই সানজিদাকে শ্বাসরোধ করে হত্যা করে শাকিল ও ইয়াসিন। হত্যার পরদিন বুধবার অপহরণকারীরা তারাকান্দা বাজারের বিকাশ এজেন্ট নিশীথ কুমার সিংহের দোকান থেকে বিকাশ নাম্বারে ২০ হাজার টাকা পাঠাতে বলে। এরপর থেকে তাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় তারা। পরে ১৫ জানুয়ারি শুক্রবার সকালে উপজেলার রামচন্দ্রপুর জঙ্গল থেকে শিশুর লাশ উদ্ধার করে পুলিশ।

তিনি আরও বলেন, এ ঘটনার পর থেকে শাকিল পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে। গ্রেফতারদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।

ভয়েসটিভি/এএস

You may also like