Home বিনোদন জনপ্রিয় অভিনেতা জয়া প্রকাশ আর নেই

জনপ্রিয় অভিনেতা জয়া প্রকাশ আর নেই

by Amir Shohel

কৌতুক অভিনেতা হিসাবে পরিচিত ভারতের তেলুগু ছবির জনপ্রিয় অভিনেতা জয়া প্রকাশ রেড্ডি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

৭ সেপ্টেম্বর সোমবার দিনগত রাতে দেশটির অন্ধপ্রদেশের গুনটুরে নিজের বাসভবনেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।

চরিত্রাভিনেতা হিসাবে তেলুগু ছবিতে কিছু অবিস্মরণীয় কাজ করে গিয়েছেন জয়া প্রকাশ রেড্ডি। শেষবার মহেশ বাবুর সারিলেরু নীকেভভারু ছবিতে দেখা গিয়েছে তাঁকে। চলতি বছরের ১১ জানুয়ারি মুক্তি পেয়েছিল এই ছবি।

টুইটারে সহ অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করে তেলুগু ছবি সুপারস্টার মহেশ বাবু লেখেন, ‘খুবই দুর্ভাগ্যজনক খবর জয়া প্রকাশ রেড্ডির। তেলুগু ছবির অন্যতম সেরা অভিনেতা, কমেডিয়ান। আমি আজীবন মনে রাখব ওনার সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং না-ভুলতে পারা খুশির মুহূর্ত গুলো। ওনার পরিবার ও প্রিয়জনদের প্রতি রইল সমবেদনা’।

ভয়েসটিভি/এএস

You may also like