Home অপরাধ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে আদালতে লিয়াকত

স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে আদালতে লিয়াকত

by Newsroom
জবানবন্দি

কক্সবাজার: সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে আদালতে নেয়া হয়েছে এক নাম্বার আসামি বাহারছড়া তদন্তকেন্দ্রের ইন্সপেক্টর লিয়াকতকে।

৩০ আগস্ট রোববার দুপুরে কক্সবাজারের টেকনাফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেয়ার পর ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করা হবে বলে জানা গেছে। এছাড়া স্বীকারোক্তিমূলক জবানবান্দি দিতে আরেক আসামি নন্দদুলালকে আদালতে হাজির করার কথা রয়েছে।

২৮ আগস্ট শুক্রবার, মামলার প্রধান ৩ আসামি টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ, বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাবেক পরিদর্শক লিয়াকত আলী ও উপপরিদর্শক নন্দদুলাল রক্ষিতের তৃতীয় দফায় আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌসের করা হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাবের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার খাইরুল ইসলাম আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের চার দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আসামিদের প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড আবেদনের বিরোধিতা করে জামিন আবেদন করলেও শুনানি শেষে সে আবেদন নামঞ্জুর করেন আদালত।

গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ। পরে ঘটনার বিচার চেয়ে টেকনাফ উপজেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ’র আদালতে ৯ পুলিশ সদস্যকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন মেজর সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস।

ওই হত্যা মামলায় এ পর্যন্ত সাত পুলিশ সদস্য, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) তিন সদস্য ও টেকনাফ পুলিশের করা মামলার তিন সাক্ষীসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

ভয়েস টিভি/টিআর

You may also like