Home সারাদেশ শীতে জবুথবু পঞ্চগড়

শীতে জবুথবু পঞ্চগড়

by Shohag Ferdaus
পঞ্চগড়

পঞ্চগড়ে তেঁতুলিয়ায় টানা দুইদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তীব্র শীত শুরু হওয়ায় স্বাভাবিক জীবনে ছন্দপতন ঘটছে। এতে জেলার জনজীবন অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছে।

১৬ ডিসেম্বর বুধবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে, এদিন বিকেল ৩টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরের হিমেল হাওয়ায় জবুথবু হয়ে পড়েছে জেলার জনজীবন। সকাল ১০টা থেকে দুপুর ২ টা পর্যন্ত সূর্যের দেখা মিললেও ছিলো না উত্তাপ। এতে দিনভর গরম কাপড় পড়ে থাকতে দেখা গেছে জেলার জনসাধারণকে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ জানান, দুই দিন ধরে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বুধবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা ১২ দশমিক ৪ ডিগ্রি রেকর্ড করা হয়। আর ১৫ ডিসেম্বর রেকর্ড করা হয় ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।

এদিকে পঞ্চগড় জেলা প্রশাসক সূত্রে জানা গেছে, পঞ্চগড়ে শীতার্ত মানুষের জন্য সরকারিভাবে ২১ হাজার ২০০টি কম্বল বরাদ্দ পাওয়া গেছে। পাঁচটি উপজেলার নির্বাহী কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের মাধ্যমে এগুলো বিতরণ করা হয়েছে।

ভয়েস টিভি/এসএফ

You may also like