Home জাতীয় জমির বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

জমির বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

by Amir Shohel

কক্সবাজার সদরের ইসলামাবাদের চরপাড়া রাবারড্যাম এলাকায় জমির বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ১৯ জানুয়ারি মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- ওই এলাকার আজিজুল হক বাবুর্চির স্ত্রী রাশেদা বেগম (৩২) ও তার মেয়ে জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী জন্নাতুল ফেরদৌস (১৩)।

স্থানীয় চরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মহিউদ্দিন জানান, জমির বিরোধে একই এলাকার জাফর আলমের ছেলে আবুল কালামের (৩৫) সঙ্গে ঝগড়া বাধে রাশেদা বেগমের। এতে প্রতিপক্ষের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার মেয়ে জন্নাতুল ফেরদৌসকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বলেন, নিহত দুজনের লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

ভয়েসটিভি/এএস

You may also like